ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া)

Institute of Development Affairs (IDEA)

সর্বশেষ:

Latest news

এনজিও সম্পর্কে

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) একটি বেসরকারী উন্নয়ন সংগঠন। আইডিয়া ১৯৯৩ সালে সিলেট বিভাগের সুবিধাবঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম শুরু করে। প্রাথমিক অবস্থায় আইডিয়া সিলেট জেলায় সিভিল সোসাইটি প্লাটফর্ম হিসাবে নীতি পর্যালোচনা ও অধিপরামর্শ প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু করে। ১৯৯৪ সালে সমাজ সেবা অধিদপ্তর এর রেজিস্ট্রেশন এর মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে এনজিও বিষয়ক ব্যুরো-এর রেজিস্ট্রেশন গ্রহণ করে এবং ব্র্যাক এর সহায়তায় উপআনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন শুরু করে। আইডিয়া’র কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সাম্য প্রতিষ্ঠা করা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপর জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন ও মানবধিকার প্রতিষ্ঠা করা, জনগণের সংগঠনকে শক্তিশালী করা এবং সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে মৌলিক সেবা প্রাপ্তি নিশ্চিতকরনে সহায়তা করা। সুচনালগ্ন থেকেই আইডিয়া তার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।