ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া)

Institute of Development Affairs (IDEA)

সর্বশেষ:

Latest news

লক্ষ্য ও উদ্দেশ্য

 শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য গুণগত মনসম্পন্ন শিক্ষার ব্যবস্থা করা এবং কমিউনিটির সদস্যদের সামাজিক সেবায় প্রবেশগম্যতা প্রতিষ্ঠা ও গবেষণা-প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা;

 নারী পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠায় এডভোকেসী কাজ এবং গণশিক্ষা, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি, জেন্ডার সংবেদনশীলতা, প্রজনন স্বাস্থ্য অধিকার, এইচআইভি/ এইডস এর কারন ও প্রভাব বিবেচনা কার্যক্রম বাস্তবায়নের কেন্দ্রবিন্দু বলে বিবেচিত হয়;

 নারী, কিশোর এবং শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা, প্রতিরোধ এবং বিকল্প ওষুধ/চিকিৎসা ব্যবহারের উপর সচেতনতা বৃদ্ধি  ও কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা;

 দারিদ্র্য বিমোচনে জন-আন্দোলন এবং পরিপূরক / সম্পূরক সেবা জোরদার ও আয়বর্ধনমূলক কাজের মাধ্যমে জীবিকার বৈচিত্রতা এবং জীবনমান উন্নয়ন করা;

 সুশাসন প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি এবং লবি কাজে স্থানীয় নেতৃত্ব সুসংবদ্ধকরন এবং জনগণের সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে কমিউনিটির প্রতিনিধিদের স্থানীয় সরকার ব্যবস্থায় অংশগ্রহনের জন্য প্রশিক্ষিত করে তোলা;

 বিকল্প জীবিকায়ন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং সর্বজনীন সম্পত্তি (খাস জমি/জলাভূমি) ইত্যাদি বিষয়ে নেটওয়ার্ক গঠন ও কার্যক্রম বাস্তবায়ন।